আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) এবং কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ আগস্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) এবং কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এআইইউবি’র অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ. খান এবং কাঠমান্ডু ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজেন্দ্র যোশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ সই করেন।

ক্রীড়া বিষয়ক এই এমওইউ স্বাক্ষরের মধ্যে দিয়ে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। ক্রীড়া বিষয়ক তথ্য বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়া ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এমএ