ঢাবি শিক্ষার্থীদের পরিচালিত ট্রাভেল এজেন্সি আর-রিহলার উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিচালিত প্রথম প্রাতিষ্ঠানিক ট্রাভেল এজেন্সি আর-রিহলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বরে দুই দিনব্যাপী ‘কক্সবাজার ট্যুরিজম ফেয়ার’ চলাকালে এ ট্রাভেল এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
আর-রিহলা ঢাবি শিক্ষার্থীদের পরিচালিত প্রথম ট্রাভেল এজেন্সি। এজেন্সিতে দুই জন পরিচালক রয়েছেন। তারা হলেন– শেফায়েত হোসাইন রিপন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ এবং তারেকুজ্জামান ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। উভয়েই আরবি বিভাগের শিক্ষার্থী।
এজেন্সিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও যেকোনো ধরনের গ্রুপ ট্যুর, ব্যাচ ট্যুর, কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি ট্যুরের ব্যবস্থা থাকবে। তাছাড়া হোটেলের রুম বুকিং ও ট্রান্সপোর্ট (এয়ার, বাস ও শিপ) ফুড সার্ভিস প্রভৃতি সার্ভিসও পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানান এজেন্সির নির্বাহী পরিচালক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তারেকুজ্জামান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিহাদ মেরিনার্স অ্যান্ড কনস্ট্রাকশনসের ব্যবস্থাপনা পরিচালক নাসরুল কবির কায়েম নিহাদ। তিনি বলেন, আর-রিহলার পরিচালনা পর্ষদ খুবই সাংগঠনিক এবং যোগ্যতাসম্পন্ন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় সর্বোচ্চ সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে তারা ফ্রেন্ডলি বাজেটে ট্যুর উপহার দিতে পারবে। আপনারা চাইলে আর-রিহলার মাধ্যমে দেশবিদেশে ভ্রমণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ব্যাচভিত্তিক ট্যুরের জন্য আর-রিহলা ভালো সার্ভিস দেবে বলে আমি আশাবাদী।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তারেকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কক্সবাজারকে প্রতিনিধিত্বকারী মেলায় আর-রিহলার উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয় ও যেকোনো ধরনের গ্রুপ ট্যুর, ব্যাচ ট্যুর, কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি ট্যুরসহ হোটেলের রুম বুকিং ও ট্রান্সপোর্ট (এয়ার, বাস ও শিপ) ফুড সার্ভিস প্রভৃতি সার্ভিস পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আনোয়ার মুন্না, কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক বাপ্পি প্রমুখ।
/এসএসএইচ/