বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই ট্যুরিজম সেক্টর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। দেশের ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে এ বিভাগের শিক্ষার্থীরা ভূমিকা পালন করে থাকে। বিভাগের শিক্ষার্থীরা এই অল্প সময়েই দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের বিশাল সুযোগকে কাজে লাগিয়ে ইকোনমি ত্বরান্বিত করা এখন সময়ের ব্যাপার। ট্যুরিজম সেক্টর বিশাল সম্ভাবনাময় একটি খাত যেটাকে কাজে লাগিয়ে আরও বেশি জিডিপির প্রবৃদ্ধি করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

এসময় তিনি দেশের ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আরও সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করার জন্য বিভাগের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন। 

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আমাদের স্বপ্নযাত্রা আজকে ১৬ বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন সেক্টরে আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

দেশের সমৃদ্ধির জন্য পর্যটনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনের লিডার। তোমাদের কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে। দেশের উন্নয়নে এই খাতে আরও বেশি ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে বিসিএস শিক্ষায় সংযুক্ত করতে পিএসসি সদস্য অধ্যাপক ড. মুবিনা খন্দকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

বিভাগীয় চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মঈন, ঢাবির প্রক্টর ড. মাকসুদূর রহমান, পিএসসির সদস্য অধ্যাপক ড. মুবিনা খন্দকার, দ্যা ওয়েস্টিন ঢাকার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. শাখাওয়াত হোসাইন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার আশওয়ানি নায়ার, ইউএস বাংলা এয়ারলাইনসের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) ম্যানেজার মো. কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।