জবি উপাচার্যের মৃত্যুতে সাদা দলের শোক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার (১১ নভেম্বর) জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এক যৌথ বিবৃতিতে এ শোক জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতারা বলেন, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছিলেন এক ব্যতিক্রমধর্মী উপাচার্য, যিনি দল-মতের ঊর্ধ্বে সবাইকে নিয়ে জগন্নাথকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রয়াস চালিয়েছিলেন। দায়িত্বকালীন অনেক নীতিমালা প্রণয়ন করে তিনি জবিকে একটি শক্তিশালী নীতির ওপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। সর্বোপরি তিনি ছিলেন মানবিকতা, সততা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে ড. মো. ইমদাদুল হকের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা। তার দেখানো পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
এমএল/এসএসএইচ