বাকৃবিতে উপ-উপাচার্যহীন দপ্তরে নিয়োগ পেলেন সচিব-অফিসার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন বিভাগ ও শাখায় প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ নিয়োগে ১১ বছরে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীকে চাকরি দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যহীন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে উপ-উপাচার্যের একান্ত সচিব ও সেকশন অফিসার। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আতিক শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। স্নাতক ভর্তির ১১ বছরেও ডিগ্রি অর্জন করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের বিশেষ অনুগ্রহে সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়। পরে ২০২২ সালে তাকে ডিগ্রি দেওয়া হয়। এমন প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় প্রশ্ন উঠেছে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে। অভিযোগ আছে- বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমানের একান্ত আস্থাভাজন হওয়ায় চাকরি পেয়েছেন আতিক।
বিজ্ঞাপন
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাকৃবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পিয়ালকে। অথচ ২০২১ সালের ২৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদটি শূন্য অবস্থায় আছে এবং গত বছর থেকে এই দপ্তর তুলে দেওয়া হয়েছে। একই দপ্তরে সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে বাকৃবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদকে। এই দপ্তরহীন পদে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে একাধিক পদে নিয়োগ হওয়ার পরও ওই পদগুলোতে সংশ্লিষ্ট শাখা ও বিভাগে যোগদান না নেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্মের ফার্ম ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলামকে। কিন্তু সেই পদে যোগদান করতে গেলে তা গ্রহণ করেননি তৎকালীন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. এ কে এম মাসুম। কারণ হিসেবে তিনি জানান, তার যোগদান না নেওয়ার কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পাশাপাশি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের ওয়ার্কশপ টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রকৌশলী ফরহাদ হোসেনকে। কিন্তু ওই পদেও তার যোগদান গ্রহণ করেনি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ। শিক্ষাগত যোগ্যতা আর কর্মদক্ষতার অভাব বোধ করায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
১১ বছরে স্নাতক ডিগ্রি অর্জনের বিষয়ে আতিক শাহরিয়ার বলেন, প্রাতিষ্ঠানিকভাবে স্নাতক সম্পন্নের জন্য আমার ১৪টি সেমিস্টার পাওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের দেরিতে ফলাফল প্রকাশ করার কারণে আমি পেয়েছি ১২ সেমিস্টার। এ দায়ভার তো আমার নয়। বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আমাকে অনেক পরে পরীক্ষায় বসার সুযোগ করে দিলে আমি স্নাতক সম্পন্ন করি। আর বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবেই আবেদন করে সকল পর্যায় সম্পন্ন করে চাকরিতে মনোনীত হয়েছি।
এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, যোগদানকারীদের যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে সংশ্লিষ্ট পদের জন্য তিনি যোগ্য হবেন। তবে এ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি কয়েক দশকের পুরাতন, আমরা সেটা আপডেট করার চেষ্টা করছি।
১১ বছরে পাস করে চাকরিতে মনোনীত হওয়ার ব্যাপারে তিনি বলেন, সিন্ডিকেট বৈঠক ব্যতীত লিখিত পরীক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রম পূর্ববর্তী বোর্ড সম্পাদন করেছে। আমরা কেবল প্রার্থীর কাগজপত্র দেখেছি এবং তা সঠিক ছিল বলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি।
নিয়োগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগদান না নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, প্রার্থীরা বিজ্ঞাপনের যোগ্যতা অনুযায়ী মনোনীত হয়েছেন। তাই কর্তৃপক্ষের যোগদান না নেওয়ায় আমরা অন্যত্র যোগদানের ব্যবস্থা করেছি। তবে উপ-উপাচার্যের দপ্তর না থাকা সত্ত্বেও সেখানে যে নিয়োগটা হয়েছে সেটা পূর্ববর্তী প্রশাসন নির্ধারণ করে গেছে, এখানে আমার কোনো বিষয় নেই। ওই দপ্তরে নিয়োগপ্রাপ্ত দুজনকে প্রয়োজন অনুসারে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তবে ফাঁকা পদগুলোতে পরবর্তীতে বিজ্ঞপ্তি আপডেট করে নিয়োগের ব্যবস্থা করা হবে।
নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে একাধিকবার সরাসরি দেখা করতে গেলেও তিনি বিভিন্ন অজুহাতে দেখা করতে রাজি হননি।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর/আরএআর