সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি চার দিন কমিয়ে আনা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চার দিন কমানো হচ্ছে। পূর্বে ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ছুটি নির্ধারিত করা হলেও তা কমিয়ে এখন ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পুনরায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সক্ষম হয় সেই বিষয়ে অবদান রাখার দায়িত্ব আমাদের সকলের। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

উপাচার্য আরও বলেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পররাষ্ট্র ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন নির্বাচনে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারেন এ বিষয়েও আলোকপাত করেন প্রফেসর শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ তানভীর আহমেদের সভাপতিত্বে ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/এমজেইউ