উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে প্রফেসর গৌরের যোগদান
উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার যোগদান উপলক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটির সভাকক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নব-নিযুক্ত উপ-উপাচার্যকে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ড. গৌর গোবিন্দ গোস্বামী আন্তর্জাতিক অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর মোহসেন বাহমানি-ওস্কুই তত্ত্বাবধানে পিএইচ.ডি. সম্পন্ন করেন। তার দীর্ঘ একত্রিশ বছরের (১৯৯২-২০২৪) শিক্ষা, গবেষণা, এবং বিভিন্ন স্তরে অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ড. গৌর গোবিন্দ অর্থনীতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা পুরস্কারে দুইবার (২০০৩ এবং ২০০৬) ভূষিত হন। জার্নাল অব ইকোনমিক স্টাডিজ থেকে অসামান্য এবং শ্রেষ্ঠ রিভিউয়ার হিসেবে ২০২২ সালে এমেরাল্ড লিটারেটি পুরস্কার লাভ করেন।
তিনি দ্য অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অন বাংলাদেশ (এইডিএসবি) ও বাংলাদেশ অর্থনৈতিক সমিতির আজীবন সদস্য এবং আমেরিকান অর্থনৈতিক সমিতি ও কানাডিয়ান অর্থনীতি সমিতির সদস্য।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকারের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশের পরিকল্পনা কমিশনে ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং পরিকল্পনা বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পে জাতীয় পরামর্শক হিসেবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামীর।
ব্যক্তিজীবনে প্রফেসর গৌর একজন সঙ্গীতানুরাগী। তিনি প্রয়াত গোপিকা রঞ্জন গোস্বামী এবং সাবিত্রী গোস্বামীর বড় ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পরই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে অর্থনীতি বিভাগে পূর্ণকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক বাণিজ্যে গ্র্যাভিটি মডেলিং, এক্সচেঞ্জ রেট মডেলিং, ব্ল্যাক মার্কেট এক্সচেঞ্জ রেট এবং ক্রিপ্টোকারেন্সিতে তার গবেষণা আগ্রহ রয়েছে।
কেএ