ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনসিসি সেনা শাখা কন্টিনজেন্টের শততম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে নিযুক্ত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট জোবায়ের উল হক। ২০২৪-২৫ সেশনের জন্য তাকে ঢাবির ক্যাডেট (সিইও) হিসেবে নিযুক্ত করা হয়।

রোববার (২১ জানুয়ারি) বিএনসিসি সদর দপ্তরে রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল নাহিদুজ্জামান এবং ১ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার মেজর কাজী মো. আশরাফুল আলম তাকে সিইউও ব্যাজ পরিয়ে দেন৷

জোবায়ের উল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্ণাঢ্য ক্যাডেট লাইফে সিইউও জোবায়ের দুইটি রেজিমেন্টাল ক্যাম্পিং এবং দুইটি ব্যাটালিয়ন ক্যাম্পিং এ অংশগ্রহণ করেছেন। তিনি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের টিএসএম (ট্রেনিং সার্জেন্ট মেজর) হিসেবে দায়িত্ব পালন করেন৷

ক্যাডেট জোবায়ের বর্তমান সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখে, সেনা শাখাকে সামনে এগিয়ে নিতে তিনি সকলের কাছে দোয়া চান এবং বিএনসিসি সেনা শাখাকে মানে ও গুণে সমৃদ্ধ করে আরও সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বর্তমানে সিইউও মাহমুদা উম্মে অনিশা এবং সিইউও জোবায়ের উল হক সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টকে নেতৃত্ব দেবেন৷

কেএইচ/এসকেডি