এবার অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ও অপর একাংশের নেতা সাখাওয়াত হোসেনের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানা গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার দিকে ছাত্রলীগ নেতা মো. শহীদুল ইসলাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুনকে দা দিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান। এরপর ইলিয়াসের অনুসারীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে শহীদুলকে ধাওয়া করার জন্য সোহরাওয়ার্দী হলের সামনে এলে ভুল বোঝাবুঝিতে সাখাওয়াত হোসেনের গ্রুপের অনুসারীদের মুখোমুখি হয় তারা। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে ভুক্তভোগী মামুনের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ঢাকা পোস্টকে বলেন, আমার এক জুনিয়রকে সোহরাওয়ার্দী হলের ১০-১৫ জন ছেলে মারধর করেছে। তার শারীরিক অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয় গ্রুপের অপর একাংশের নেতা সাখাওয়াত হোসাইন ঢাকা পোস্টকে, আজকের এ ঘটনার সঙ্গে আমার বা আমার জুনিয়রদের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে। পরে তারা অতর্কিতভাবে আমাদের হলে আক্রমণ করে এক জুনিয়রকে আহত করেছে। আমি তাদের জানিয়েছি আমার কোনো জুনিয়র যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে আমি আইনের হাতে তুলে দেব।
এ ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের অনুসারীরা দুটি দোকান ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যারা আমাদের কাছে ছাত্ররাজনীতি শিখছে তাদের ইলিয়াস কিছুদিন আগে লেলিয়ে দিয়ে আমাদের সঙ্গে বেয়াদবি করিয়েছে। আজ তাদের আমরা একটু শাসন করেছি শুধু। এরপর তারা হল থেকে এসে আমার দোকানে ভাঙচুর ও ক্যাশ টাকা লুটপাট করেছে।
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজীম সিকদার বলেন, দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা যথাসময়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন পর্যন্ত একজনের মাথায় আঘাতসহ দুইজনের আহত হওয়ার খবর পেয়েছি।
আতিকুর রহমান/এসএসএইচ