নাফিস সাদিক (বাঁয়ে) ও মুস‌আব আব্দুল্লাহ খন্দকার (ডানে) / ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হল কুইজ ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নাফিস সাদিক ও সাধারণ সম্পাদক হিসেবে মুস‌আব আব্দুল্লাহ খন্দকারকে মনোনীত করা হয়েছে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) টিএসসিতে ঢাবি কুইজ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমানের উপস্থিতিতে এই কমিটি অনুমোদন করা হয়। কমিটির অনুমোদনে অনুস্বাক্ষর করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর ড. মো. রায়হান সরকার ও ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। 

এ সময় কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিও ঘোষণা করা হয়। এক‌ই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নতুন এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে বলা হয়।

কুইজ ক্লাবের নতুন সভাপতি নাফিস সাদিক আইন বিভাগের ২০১৯-২০ সেশন ও সাধারণ সম্পাদক মুস‌আব আব্দুল্লাহ খন্দকার আরবি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তারা উভয়েই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

এদিকে আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হৃদয় আহমেদ স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের আশিকুর রহমান তন্ময়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের মাশরাফি বিন সালাম তাসকিন, দপ্তর সম্পাদক হিসেবে আরবি বিভাগের আবু উবাইদা, প্রচার সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের আবরার জাওয়াদ আফিফ, অর্থ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের তানভীর আল মাসুদ, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক হিসেবে দর্শন বিভাগের মো. জহির রায়হান, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের জহির গাজী ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ভাষাবিজ্ঞান বিভাগের নাজমুল হাসানের নাম ঘোষণা করা হয়। 

নিজের অনুভূতি জানিয়ে নবনিযুক্ত সভাপতি নাফিস সাদিক ঢাকা পোস্টকে বলেন, আমাকে জহুরুল হক হলের কুইজ ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত করায় আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব এবং অতীতের শিক্ষা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদেরকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাব। তাছাড়া আমি শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাব।

কেএইচ/কেএ