জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের জিনজিয়ান রেস্টুরেন্টে বর্তমান কমিটির মেয়াদে এই দ্বিতীয় এজিএম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) মো. আনিছুর রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (রোমান)।
সভায় ২০২৩ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি শফিকুল ইসলাম। গঠনতন্ত্রের পরিমার্জন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ।
এ সময় অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত ও পরিমার্জিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাঞ্চন চৌধুরী। এ সময় বক্তব্য উপস্থাপন করেন পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার ধর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক একেএম ফজলুল হক মিয়াসহ অনেকেই।
এ সময় বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক এই এজিএম অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আরও পুনরুজ্জীবিত হবে এবং অ্যালামনাইদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। বর্তমান কমিটির নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস প্রদান করে।
তাছাড়াও পূর্ব পরিকল্পনা অনুযায়ী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা, বর্তমান শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ও সেমিনার আয়োজনসহ গত বছর যেসব গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা উপস্থাপন করা হয়।
পরে এসব বিষয়ের উপর পর্যালোচনামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এজিএমে আগত বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা।
কেএ