জিপিএইচ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সম্প্রতি জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বয়সভিত্তিক বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও অনুষ্ঠানটিতে বিগত বছরে বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারীদেরকে বিশেষ পুরস্কার এবং গণিত অলিম্পিয়াডে ২য় স্থান অর্জনকারীকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জিপিএইচ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত 'জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল' মুন্সীগঞ্জের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল।