বশেফমুবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিজ্ঞাপন
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মির্জা আজম হল ও নূরুন্নাহার বেগম হল, প্রক্টরিয়াল বডি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষেও বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ লালন ও শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও প্রশাসন শাখার সেকশন অফিসার ফাহমিদা চৌধুরীর সঞ্চালনায় সভায় ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ প্রমুখ বক্তব্য দেন।
এসএসএইচ