জবিতে বিশেষ সিন্ডিকেটের সভা চলছে
যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ সিন্ডিকেট সভা শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিন্ডিকেট সদস্য ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে এ সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
আজকের সিন্ডিকেটে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে, তারা কোনো কিছু বলতে রাজি হননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্য আরেকটি সূত্রে জানা গেছে, আজকের সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কাজী ফারাজানা মিমের অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে। এর সঙ্গে বিগত দিনে যৌন নিপীড়নের অভিযোগে গঠন করা তদন্ত কমিটির সব রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে।
এমএল/এসকেডি