জাপানে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঈদ উদযাপন
জাপানে ইস্টার্ন ইউনিভার্সিটির ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ঈদ উদযাপন করেছেন। তারা জাপানে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে ঈদ উদযাপন করেন।
এই অনন্য উদযাপন আমাদের সবার জন্য গর্বের বিষয়, কারণ এটি প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, বরং সাংস্কৃতিক মূল্যবোধ ও জাতীয় পরিচয়কেও যথাযথভাবে পালন করে। তারা সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে।
বিজ্ঞাপন
তাদের এই অসাধারণ সাফল্য এবং সাংস্কৃতিক উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রদর্শনের একটি চমৎকার উদাহরণ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী, তারা চলতি বছরের ২৬ মে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন।
সামাইরা গ্রুপ দুই পক্ষের যোগাযোগের মাধ্যম হিসেবে তাদের দায়িত্ব পালন করেছে।
ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে এই প্রকল্পটির প্রধান সমন্বয়ক ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। সার্বিক সহায়তা করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিস ও ইন্টারন্যাশনাল অফিস।
এমএ