আড়াই ঘণ্টা পর গুলিস্তান ছাড়লেন জবি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ আড়াই ঘণ্টা পর গুলিস্তান ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন তারা।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলিস্তানের অভিমুখে রওনা হলে পুলিশ তাঁতীবাজার মোড়, বংশাল, ফুলবাড়িয়াতে মানব ব্যারিকেট দেয়। সেই ব্যারিকেট ভেঙে বিকেল ৪টায় গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গুলিস্তান ত্যাগ করেন তারা।
বিজ্ঞাপন
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ লেখা ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করছেন কোটাবিরোধীরা। সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার পর থেকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ এই কর্মসূচি পালন করছেন তারা।
বিজ্ঞাপন
গত পাঁচ জুন হাইকোর্ট সরকারি পরিপত্রের অংশবিশেষ বাতিল করে দেওয়ার পর শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা চার দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু গতকাল (রোববার) তারা এক দফা দাবি ঘোষণা করেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক দফা দাবি ঘোষণা করে বলেন, আমাদের চার দফা দাবি ছিল। এখন থেকে আমাদের দাবি একটাই, সব গ্রেডে বৈষম্যমূলক ও অন্যায্য কোটা বাতিল করে যৌক্তিকভাবে সংস্কার করতে হবে।
এমএল/এমএ