শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৩টায় ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় কবি নজরুল কলেজের সামনে থাকা যুবলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের সামনে আসলে উত্তেজিত হয়ে যান আন্দোলনকারীরা। যদিও শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব দে’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘দালালি না রাজপথে সংগ্রাম, রাজপথ রাজপথ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় ক্যাম্পাসে সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী লাঠি ও স্ট্যাম্প নিয়ে শোডাউন করেন।
বিজ্ঞাপন
এমএল/এসকেডি