৮ ঘণ্টায়ও ছাড়া পাননি জবি শিক্ষার্থী সোবহান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহান আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর লক্ষ্মীপুর জর্জকোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ রাত ১২টা পর্যন্ত তাকে ছাড়া হয়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সোবহানের বড় ভাই আব্দুল রাজ্জাক বলেন, সন্ধ্যার দিকে খবর পাই আমার ভাইকে আটক করা হয়েছে। পরে আমরা থানায় গিয়ে দেখি সে পুলিশ হেফাজতে আছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, আমি এএসপির সঙ্গে কথা বলেছি, আটক শিক্ষার্থী সকালে ছাড়া পাবে। তার নামে কোনো মামলা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে পুলিশ সুপারের কথা হয়েছে। তিনি বলেছেন— রাতে ছাড়তে পারছেন না, তবে সকালে ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, আটক ছাত্রের নামে এখনো কোনো মামলা দেওয়া হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে। ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এমএল/এমজে