জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক যুদ্ধ-২০২৫’ শীর্ষক শিরোনামে শুরু হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। 

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ডিবেট মানুষকে যুক্তিসম্মত বিচারবুদ্ধিসম্পন্ন এবং আত্মবিশ্বাসী বানায়। তাই আমাদের বেশি বেশি ডিবেট করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তি সবসময় চেয়েছে ডিবেটকে মিনিমাইজ করতে, যাতে তাদের স্বৈরাচারিতার বিরুদ্ধে কোনো শক্তিশালী আওয়াজ তুলতে না পারে। আগামীতে ডিবেটই হবে ফ্যাসিবাদকে মোকাবিলা করার অন্যতম হাতিয়ার। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ্, ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খায়রুল ইসলামসহ ডিবেটে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট ও এটিএন বাংলা।

এমএল/জেডএস