শাবিতে সিলেট মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বারের মতো সাস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী ‘সিলেট মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স-২০২৫’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কনফারেন্সের উদ্বোধন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কনফারেন্স।
এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ, উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনসী নাসের ইবনে আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এদিন এ আয়োজনের প্ল্যানার, সোশ্যাল এবং কালচারাল সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীরা।
এরপর দিন শুক্রবার তরুণ শিক্ষার্থীরা এই কনফারেন্সে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ৬টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালনা ও দলবদ্ধভাবে কাজ করবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
বিজ্ঞাপন
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট শহরের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হবে।
এ বছরের কনফারেন্সের প্রতিপাদ্য ‘সমতা ও ন্যায়: অতীতের অন্যায়ের ক্ষতিপূরণ এবং একটি টেকসই, বৈষম্যমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা’। এতে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
জুবায়েদুল হক রবিন/আরএআর