ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (ডিআইএসডিসি) ২০২৫-২৬ সেশনের ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে মনোনীত হয়েছেন সাইফুদ্দীন বিন মোজাফফর এবং সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে মনোনীত হয়েছেন মো. ইউসুফ আলি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন যথাক্রমে নাসরিন সুলতানা, সাজিদ হাসান, মুহাম্মদ রাসেল মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাদিয়াতুল জান্নাত নওশীন, রেজওয়ানা রহমান, খালিদ সাইফুল্লাহ ও সাবরিনা মুমতাজ।

এছাড়া কমিটির ইংলিশ উইং এর কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন ফজলে রাব্বি সরকার। কো- কনভেনর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রাশান খান। 

ক্লাবের নবমনোনীত সভাপতি মো. মোজাহিদুল ইসলাম বলেন, জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব কাজ করে আসছে। আমরা এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে  যুক্তির চর্চা ও একদল যুক্তিশীল মানুষ তৈরিতে কাজ করে যাবে। আমি এর উত্তরোত্তর সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক(প্রশাসন) সাইফুদ্দীন বিন মোজাফফর বলেন, বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাবের সাবেক, সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীগণ এবং সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করি। ইনশাআল্লাহ ক্লাব বিতর্ক অঙ্গনে বহুদূর এগিয়ে যাবে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক(বিতর্ক) ইউসুফ আলী বলেন, যুক্তির শক্তিতে বদলে যায় সমাজ, গঠিত হয় ভবিষ্যৎ। ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর সমাজ ও ভবিষ্যৎ নিরূপণে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ  ডিবেটিং ক্লাব দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিতর্ক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

কেএইচ/এমএ