জুলাই অভ্যুত্থান ও কুয়েটে হামলা
ভিডিওচিত্র প্রদর্শনী করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে সারাদেশে ভিডিওচিত্র প্রদর্শনী করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ভিডিওচিত্রও প্রদর্শনী করা হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বিজ্ঞাপন
কর্মসূচি অনুযায়ী বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই ভিডিওচিত্র প্রদর্শনী করা হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই। আমরা চাই না আপামর ছাত্র-জনতা এই অভ্যুত্থানকে ভুলে যাক। তারা কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটাক। তাই আমরা আগামীকাল সারাদেশে জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শনী করা হবে। একইসঙ্গে কুয়েটে হামলার যত ভিডিও আছে সবগুলো প্রদর্শন করা হবে।
বিজ্ঞাপন
আবু বাকের মজুমদার বলেন, আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় টিএসসিতে আমরা জুলাই অভ্যুত্থান ও কুয়েটে হামলার ভিডিও চিত্র প্রদর্শনী করবো।
কেএইচ/জেডএস