দর্শনার্থীর কাছে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল কর্মী সামিউল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাজহাট থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিযোগপত্রটি প্রতিবেদকের হাতে আসে।

এতে উল্লেখ করা হয়, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন ও তার বান্ধবী বেরোবি ক্যাম্পাসে ঘুরতে আসলে তাদের জোরপূর্বক আটক করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে ছেড়ে দেন বেরোবি ছাত্রদল কর্মী সামিউল ইসলাম ও তার সঙ্গীরা।

ভুক্তভোগী রুহুল আমিন বলেন, আমি ও আমার বান্ধবী ক্যাম্পাসের বইমেলা দেখতে এসে ভিসি রোডে হাঁটছিলাম। এমতাস্থায় পেছন থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র মো. সামিউল ইসলামসহ পাঁচজন মিলে রাস্তা আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১ হাজার ৯৯৯ টাকা বিকাশ ও নগদের এজেন্ট নম্বরে ক্যাশ আউট করিয়ে নেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল কর্মী সামিউল ইসলাম বলেন, আমি টাকা নিইনি। আমার বিরুদ্ধে থানায় যে জিডি হয়েছে সেটা এক ভাই করিয়েছে। আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে পরে বসতে চেয়েছেন। কে জিডি করিয়েছে, কে টাকা নিছে সব প্রমাণ তো আছে। যখন ঝামেলা লাগে আমি তখন যাই। আমি শুধু ওখানে গিয়েই ফেঁসে গেছি।

এ বিষয়ে বেরোবি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজিজ স্বপন বলেন, অভিযোগটি গতকাল রাতে আমরা পেয়েছি। অভিযোগপত্রটি এখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেবো। প্রশাসন থেকে নির্দেশ দিলে আমরা আইনি পদক্ষেপ নেবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা এই অভিযোগের বিষয়ে কাল রাতে জেনেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযোগকারী এবং অভিযুক্ত যারাই আছে তাদের নিয়ে বসবো।

শিপন তালুকদার/এএমকে