২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

এদিন সকাল ৯টায় শিশুরা দলগতভাবে জাতীয় সংগীত গেয়ে দিনটি শুরু করে। এরপর শিশুরা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গেয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন শিশুরা বর্ণমালা উপস্থাপন,  আবৃত্তি  ও ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী শিশুদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার মৌসুমী তুহিন আক্তার, কো অর্ডিনেটর আসুরা ইসলাম, প্রি প্লে ইনচার্জ ফারমিন আহমেদ, অ্যাডমিন ঝরনা আবেদিন জিনিয়া, ড্রয়িং শিক্ষক মুমতাহিনা রিয়া, ক্রাফটিং শিক্ষক শারমিন আক্তার, অ্যাকাউন্ট অফিসার ফিরোজা ইসলাম সুকন্না ও
ডিজিটাল মার্কেটিং অফিসার সুরুজ আহমেদ উপস্থিত ছিলেন।

এমএএস