রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে বহিরাগত নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটির অভ্যন্তরীণ যোগ্য ও দক্ষ শিক্ষকদের মধ্যে থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

গতকাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসন ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। তারা বলেন, অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিভাগের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত নিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা, ‘দাবি মোদের একটাই— নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, ‘মানি না মানবো না’, ‘অন্য বিভাগের চেয়ারম্যান মানবো না’, ‘নিজের ঘরে পরের শাসন, মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার পরও অন্য বিভাগ থেকে কেন চেয়ারম্যান আনতে হবে? বিভাগের শিক্ষকেরা আমাদের বুঝতে পারেন, আমরাও তাদের বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি—নিজ বিভাগের চেয়ারম্যান চাই।’ 

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিভাগ এর আগে অন্য চেয়ারম্যান গ্রহণ করেছে, কিন্তু আশানুরূপ উন্নয়ন আমরা পাইনি। এজন্য নিজের ঘরের দায়িত্ব অন্যকে দিয়ে খাল কেটে কুমির আনতে চাই না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

এর আগে বুধবার  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

জুবায়ের জিসান/এনএফ