ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা রাত্রি মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রফেসর আবু বকর সিদ্দীক সেমিনার রুমে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম। ডুসাসের সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক মেহেরুন নাহার প্রিতিয়া কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি ওয়াসেফ ফয়সাল উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানান। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি বলেন, আমি সবসময়ই মনে করি, ডুসাস শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একতা ও দায়িত্ববোধের প্রতিচিত্র। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য শুধু গর্বের না বরং এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আমার অঙ্গীকার- ডুসাসের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার। আমি বিশ্বাস করি আমরা যে পদেই থাকি না কেন, আমাদের সকলের কাজই গুরুত্বপূর্ণ। সকলেই যদি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে ডুসাসকে আরও কার্যকর সংগঠনে রূপান্তরিত করা সম্ভব। 

প্রসঙ্গত, ২০১৩ সালের সীতাকুণ্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে যাত্রা শুরু করে সংগঠনটি। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।

কেএইচ/এমএ