জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে শাখা ছাত্রদল ও শাখা ছাত্রশিবির।

শনিবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল হলো মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। তাই শিক্ষার্থীদের সহযোগিতায় আমাদের এই আয়োজন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় করা হয়েছে।

হেল্প ডেস্কের বিষয়ে জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসব পরীক্ষার্থীর অনেকের সঙ্গেই অভিভাবকেরা আসেননি। শিক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ ও ইলেকট্রনিকস ডিভাইস, যেগুলো পরীক্ষার হলে নেওয়া নিষেধ সেগুলো আমরা আমানত হিসেবে রাখার ব্যবস্থা করেছি। একইসঙ্গে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও তাদের সার্বিক কল্যাণে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিয়োজিত ছিল।

এমএল/এসএসএইচ