জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরতে এবং  তাদের নেতৃত্ব তৈরি করতে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে আসা এক হাজার তরুণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচ এবং গ্লোবাল ইয়ুথ চেঞ্জমেকারসের যৌথ আয়োজনে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ক্লাইমেট হ্যাকাথনসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের তরুণদের মধ্যে আশার বার্তা ছড়িয়ে দিতে এবং তাদের নেতৃত্ব তৈরি করতেই এই উদ্যোগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের ইআরডির জাতিসংঘ উইং চিফ একেএম সোহেল বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বই পারে ভবিষ্যৎকে নিরাপদ করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে প্রতিনিধিদলের জ্বালানি ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ফার্স্ট কাউন্সেলর এডউইন কোয়েকুক, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্তিনেজ ব্যাকস্ট্রোম, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচের মডারেটর অধ্যাপক ড. মফিজুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। 

তরুণ প্রতিনিধিরা বলেন, আমরা শুধু সমস্যার চিত্র তুলে ধরছি না, বরং সমাধানে একসঙ্গে কাজ করছি। আমাদের স্বপ্ন টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়া। 

অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে ৬০০ জন অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে ১৩টা ক্যাটাগরিতে ২৬ জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এমএন