জাবির ইতিহাস বিভাগে সাবেক-বর্তমানদের ‘হিস্ট্রি অব হিরোজ’ আয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাসের বিভাগে হয়ে গেল হিস্ট্রি অফ হিরোজ অনুষ্ঠান। বিভাগের ১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্পোর্টস রোল অনার উপস্থাপন করার উদ্দেশ্যে জড়ো হন স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বিভাগের খেলাধুলার সঙ্গে জড়িত সাবেক এবং বর্তমান ছাত্রদের। অনুষ্ঠানে সকল খেলোয়াড়দের পরিবারসহ প্রায় ২ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের বিগত ৫০ বছরে ইতিহাস ও খেলাধুলার স্মৃতিচারণ তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন ফারুক আহাম্মদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ফুটসাল দলের অধিনায়ক সাবেক জাতীয় ও আবাহানীর খেলোয়াড় শহীদ হোসেন স্বপন, ক্রিকেট দলের ক্যাপ্টেন তানজিদ রিচ। এছাড়াও ছোট শামীম, মাহফুজ চৌধুরী রোমেন, সাজ্জাদ চয়ন, বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে প্রাক্তন খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিশেষ করে সিলেট থেকে বাবু, যশোর থেকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমাদুল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, বর্তমান আইসিসি প্যানেল আম্পেয়ার মাসুদুর রহমান, সাবেক ফুটবল খেলোয়ার শহীদ হোসেন স্বপন, সাবেক ফিফা রেফারি ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জি চন্দন, সাবেক খেলার ফারুক আহাম্মদ,মইন শামীম, অনূর্ধ্ব ১৯ দলের ফুটবল ও ক্রিকেট দলের তারকাদের মধ্যে লিয়েন, রবি, জাবিদ, কনক চাকমা, সোহেল কার্লোস উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ইতিহাস বিভাগের আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুজিত ব্যানার্জি চন্দন। ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড ইমরান জাহানের সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে রেখেছেন বিভাগের প্রফেসর ড আতিকুর রহমান, ডক্টর গোলাম রব্বানী, প্রফেসর জামি, প্রফেসর ডক্টর মুজাহিদ স্যার সহ প্রমুখ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ স্পন্সর ছিলেন স্বপ্ন নিবাসের এমডি মো সোলায়মান সাওন, ডিএমডি মহিদুর রহমান রাহাত, নিউ স্টার গ্রুপ এমডি নাজমুল হোসেন। স্বপ্ন নিবাস ও নিউস্টার গ্রুপের পক্ষ থেকে খেলোয়ারদের মধ্যে জার্সি উন্মোচন করা হয়। স্বপ্ননীবাসের এমডি ও নিউ স্টার গ্রুপ এমডি ঘোষণা দেন প্রতিবছর ইতিহাস বিভাগে জানুয়ারি মাসে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে ফটো সেশন করা হয়।
ডক্টর আতিক ও প্রফেসর জামিকে হিস্ট্রি অফ হিরোজ এর পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয়। ইতিহাস বিভাগের প্রাক্তন সকল বিখ্যাত খেলোয়াড়দের এই প্রথম বিভাগের পক্ষ থেকে ব্লেজার বিতরণ করা হয়। ফুটসাল চ্যাম্পিয়ন প্রত্যেকে ব্লেজার প্রাপ্ত হন। তাদের প্রত্যেককে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। স্বপ্ন নিবাস এর পক্ষ থেকে ফুটসাল টিম ও বিভাগের বর্তমান ক্রিকেট দলকে ও জার্সি প্রদান করা হয়।
এছাড়াও ফুটসাল টিমের প্রত্যেক খেলোয়াড়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাকসুট ও ক্যাপ প্রদান করা হয়। এর আগে সিটি ব্যাংকের পক্ষ থেকে ফুটসাল টিম চ্যাম্পিয়ন হওয়ার কারনে তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়নমানি হস্তান্তর করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্যমে সকলের হাতে বিভাগের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়। বিকালে জাবির কেন্দ্রীয় খেলার মাঠে বর্তমান ও সাবেক খেলোয়ারদের মধ্যে এফ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
এজেড