বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন। 

সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি জানা যায়। গতকাল ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ আগামী ২৭ এপ্রিল থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম পরিচালনায় নতুন এ নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. জাহিদ হোসেন তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে ২৬ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলামের (জীবন) বিরুদ্ধে এক ছাত্রী রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ তুললে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।

শিপন তালুকদার/এমজে