চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন চলতি বছরের জুন মাসের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। একইসঙ্গে গঠনতন্ত্রে নারী, ধর্মবিষয়কসহ ১২টি পদ তৈরির প্রস্তাব দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় চাকসু কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ এসব প্রস্তাব তুলে ধরেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, শাখা শিক্ষা সম্পাদক পারভেজ উদ্দীন, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ ইব্রাহিম বলেন, চাকসুর নির্বাচন বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়ে আসছে। নেতৃত্ব বিকাশের প্রাতিষ্ঠানিক পথ বন্ধ হয়ে গেছে। প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে একটি স্বচ্ছ ও পারস্পরিক জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি হচ্ছে না। আমরা আশা করি, প্রশাসনের সুচিন্তিত ও সাহসী পদক্ষেপের মাধ্যমে দীর্ঘ তিন দশক ধরে অচল থাকা চাকসু কার্যকরের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বাস্তবায়ন সম্ভব হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ খুব দ্রুত একটি কার্যকর ছাত্র সংসদ পাবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা চলতি বছরের জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।

ছাত্রশিবিরের প্রস্তাবনায় যা আছে

চাকসু গঠনতন্ত্রের ধারা-২-এর লক্ষ-উদ্দেশে স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ এবং লালন করার বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনধারা বিকাশের লক্ষে তাদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করার বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রচলিত সামাজিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে নানাবিধ অনুষ্ঠান আয়োজন, বছরে অন্তত একটি জার্নাল ও ম্যাগাজিন প্রকাশ, গবেষণা পুরস্কার প্রধান, প্রতি মাসে একটি ই-ম্যাগাজিনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুলেটিন ও পত্রিকা এবং তথ্যচিত্র প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া চাকসু নির্বাচনে নিয়মিত শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হবেন, চাকসু নির্বাহী পরিষদের মেয়াদকাল ৩৬৫ দিন হবে এবং মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।

নতুন ১২টি পদ তৈরির প্রস্তাব

ছাত্রশিবিরের প্রস্তাবনায় চাকসুর গঠনতন্ত্রে সভাপতি, কোষাধ্যক্ষ, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকের পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক এই দুই পদ একত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সমাজসেবা সম্পাদকের সঙ্গে পরিবেশ এবং কমনরুম সম্পাদকের সঙ্গে পাঠাগার শব্দ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি চাকসুর গঠনতন্ত্রে বর্তমান সময়োপযোগী নয় বলে ছাত্রী কমনরুম সম্পাদক, ম্যাগাজিন সম্পাদকসহ উপসম্পাদক পদগুলো বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত পদগুলো হলো

দপ্তর সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, আবাসন ও পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, নারী অধিকারবিষয়ক সম্পাদক, ধর্ম ও সম্প্রতিবিষয়ক সম্পাদকসহ ৩টি নির্বাহী সদস্য পদ।

আতিকুর রহমান/এএমকে