রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রভোস্টের উপস্থিতিতে গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পোঁছে দেওয়া হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন শিক্ষার্থীরা। এ সময় হলটির প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়,  প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ৪০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।  

হলের আবাসিক শিক্ষার্থী রাসেল মিয়া বলেন, এটা শুধুই লিচু সংগ্রহের আয়োজন নয়, বরং পরস্পরের সুখ ও আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য অধ্যায়। জুলাই বিপ্লবের সৌন্দর্য সহমর্মিতা, সাম্য ও আনন্দের এই মেলবন্ধনের চেয়ে বড় আর কী হতে পারে। আশা করি ভবিষ্যতেও এভাবেই আমরা হাতে হাত রেখে, হৃদয় দিয়ে হৃদয় জয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভ্রাতৃত্বের উৎসবে মুজিব হল, যেখানে ভালোবাসা ফলের মতো মিষ্টি।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করবো। লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।

জুবায়ের জিসান/আরএআর