চবির অনুষ্ঠানে জুলাই বিরোধী শিক্ষকের উপস্থিতি, বিক্ষোভের ডাক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের একটি বক্তৃতা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘোরবিরোধী ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রুমান শুভর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় আজ রোববার রাত ৯টায় বিক্ষোভের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরে আইন অনুষদের মিলনায়তনে 'একে খান মেমোরিয়াল আইন বক্তৃতা' অনুষ্ঠিত হয়। এতে আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রুমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভর অব্যাহতি চেয়ে ৫ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন বিভাগটির শিক্ষার্থীরা। এ সময়ে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন, শিবির ও রাজনৈতিক সন্দেহে শিক্ষার্থীদের নির্যাতন এবং মাদকের আসর বসানোসহ বেশকিছু অভিযোগে আনা হয়। এ ছাড়া শিক্ষার্থীরা তাকে বিভাগে অবাঞ্ছিতও ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আক্ষেপ করে আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, যারা জুলাইয়ের যোদ্ধাদের গালি ও হুমকি দিয়েছিল, প্রশাসন তাদের কিছুই করেনি। যেই প্রক্টরিয়াল বডি সন্ত্রাসী ছাত্রলীগকে সহায়তা করেছিল মাহবুব ভাইদের রক্তাক্ত করতে, তাদের কিছুই হয়নি। রাত-দুপুরে নির্ঘাত রাস্তায় মৃত্যু ফাঁদে ফেলে দেওয়া বোনদের হলের প্রভোস্টদের কিছুই হয়নি। ক্যাম্পাসে বিভিন্ন সময়ে যত জুবায়ের ভাইয়েরা মিথ্যা মালমা ও নির্যাতনের শিকার হয়েছে, তাদের জন্য প্রশাসন কিছুই করেনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার ঢাকা পোস্টকে বলেন, আমরা তাকে ইনভাইট করিনি। অনেক বড় প্রোগ্রাম ছিল এটা। কে কখন আসছে সেটা দেখা সম্ভব হয়নি। তবে সে নিজে থেকেই এসেছে।
আতিকুর রহমান/এমএএস