ক্যাম্পাসে সুপেয় ঠান্ডা পানি সরবরাহে ঢাবি প্রশাসনকে স্মারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তীব্র গরমে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বাগছাসের নেতারা জানান, চলমান গরমের তীব্রতায় ক্যাম্পাসে ঠান্ডা পানির প্রাপ্যতা একেবারে নেই। গরমে শিক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানির চাহিদা পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের প্রতিটা হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরিতে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করার তাগিদে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।।
তারা জানান, আমরা ইতোমধ্যে ভিশনের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। ওনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনা করেছি। ওনারা আমাদের দুই পক্ষের মধ্যকার বৈঠকের উদ্যোগ নিতে বলেছেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
বিজ্ঞাপন
বাগছাস নেতারা আরও জানান, ইতোমধ্যে ভিশন থেকে সার্জেন্ট জহুরুল হক হলে এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জন্য ৭টা ফিল্টারের ব্যবস্থা করেছেন তারা।
এমএ