ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যের জানাজা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইইআর বিভাগের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর সাম্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজার নামাজে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসময় রকিবুল ইসলাম বকুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের একটি নিরাপদ ক্যাম্পাাস দিন। প্রতিটি শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে বলেন, কোনো দায়সারা তদন্ত যেন না হয়, সাম্যের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন। তাদের সর্বোচ্চ শক্তি দাবি করছি।
জেডএস