তিন দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অনড়  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৫মে) প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাজধানীর কাকরাইল এলাকায় বৃষ্টিভেজা আন্দোলনের এ চিত্র দেখা গেছে।

কেউ কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, কাউকে আবার বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে। সবাই দাবি আদায়ের পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছেন।

তিন দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলন।

এর আগে গত মঙ্গলবার (১৩মে) দুপুরে দাবি আদায়ে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

ওএফএ/এসআইআর