আবাসন সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
গতকাল উপাচার্যের কার্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের নিকট স্মারকলিপি জমা দেন শাখা সভাপতি আলাউদ্দিন মহসিন। এ সময়ে শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে জীবনযাপন করতে হচ্ছে। এতে করে শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। নিরাপদ ক্যাম্পাস এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমরা আশা করি প্রশাসন দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে।
স্মারকলিপিতে আবাসন সংকট নিরসনসহ মোট ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বিজ্ঞাপন
এ বিষয়ে শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, আমাদের শিক্ষার্থী ভাই-বোনেরা দিনের পর দিন আবাসিক সংকটে ভুগছে। অথচ বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক হওয়ার কথা ছিল। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নিমার্ণের উদ্যোগ নিক, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করুক। যতদিন নতুন হল নির্মাণ না হবে, ততদিন শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হোক।
আরও পড়ুন
এই স্মারকলিপি দেওয়ার আগে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিলটি করেন৷ মিছিল থেকে সাম্য হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা।
আতিকুর রহমান/এনএফ