ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদল নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনের রাজনীতি চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা স্বীকার করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। আমরা এখানে এসেছি আমাদের ভাই সাম্য হত্যার বিচার চাইতে। আমাদের বিচার চাওয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা যমুনা অভিমুখে যাত্রা করব।

অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ, ঢাকার বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতারা উপস্থিত রয়েছেন।

এমজে