ঈদুল আজহায় আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট করবে ঢাবি শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবির ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাবিতে আয়োজন করতে যাচ্ছে ‘আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট ২০২৫’। ঢাবি ছাত্রশিবিরের ছাত্রকল্যাণমূলক প্রজেক্টের (ইনসাফ) ব্যবস্থাপনায় আয়োজিত হবে এ ফেস্ট।
আগামী ৭ জুন ঈদুল আজহার দিন দুপর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দু’টি ভেন্যুতে (মুহসিন হল খেলার মাঠ ও কার্জন হল) আয়োজিত হবে আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘ছাত্রশিবিরের সব কাজই শিক্ষার্থীবান্ধব, ইতোমধ্যে হেলথ ক্যাম্প, ইফতার প্রোগ্রাম ও ঠাণ্ডা পানির রেফ্রিজারেটর স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। সামনে ঈদ উল আজহা, ঈদের এই আনন্দময় সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নানা কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না, সেইসব শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং এক ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে ছাত্রশিবিরের উদ্যোগে আমাদের এই ছোট্ট আয়োজন। সবার দোয়া ও সহোযোগিতায় আমরা ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে চাই।’
ইনসাফের পরিচালক ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, ‘ঈদুল আজহার দিন দুপর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দু’টি ভেন্যু মুহসিন হল খেলার মাঠ ও কার্জন হলে আয়োজিত হবে আত ত্বাকওয়া কোবানি ফেস্ট ২০২৫। যেখানে আমরা পশু কোরবানি পরবর্তী মেজবানি দুপুরে অংশ নেব।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমাদের হল প্রতিনিধিগণ প্রত্যেক হলের প্রত্যেক রুমে ঈদের দিন যে সব শিক্ষার্থী হলে অবস্থান করবেন তাদের নিকট আমাদের দাওয়াত পৌঁছে দিবেন। দাওয়াতনামা সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে শিক্ষার্থীগণ নিকটতম বা সুবিধাজনক ভেন্যুতে এসে আমাদের সঙ্গে শামিল হতে পারবেন।’
এসএআর/এসআইআর