ইউসাসের নতুন কমিটি, নেতৃত্বে বাবর-আশিক
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শৈলকুপার (ইউসাস)’ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল প্রান্ত বাবর ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান।
গত ১০ জুন আহবায়ক কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (১৭ই জুন) এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে— সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ তূর্য ,সহ সভাপতি হিসেবে শেখ নাজমুস সাকিব, রাইসুল ইসলাম, রাকিব হাসান পরশ, সুমাইয়া আক্তার রয়েছেন। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন রাইসুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. সোহান শেখ, অয়ন গাঙ্গুলি রাহুল, অন্তরা বিশ্বাস।সাংগঠনিক সম্পাদক হিসেব শিক্ষার্থী শামসুল আলম মনোনীত হয়েছেন।
বিজ্ঞাপন
তাছাড়া, দপ্তর সম্পাদক হিসবে কমিটিতে রয়েছেন অর্পণ কুমার দাস, অর্থ সম্পাদক এম এ ইব্রাহিম ইবনে কাছেদ, প্রচার সম্পাদক হারুন ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ কুমার বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাধন বিশ্বাস,বৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আকিবুল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদমান বাপ্পী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপ্ত অধিকারী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর, সমাজসেবা বিষয়ক সম্পাদক রাকিব হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খালেদুর রহমান রাহুল, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিশুকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম আশা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ নাঈম, ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা খান।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মিলান্ত জোয়ার্দার, মো. মেহেদী হাসান ইমন, মাহফুজুর রহমান, পারভেজ খন্দকার, কে এম নাজমুস সাফায়েত, মো. বাহারুল ইসলাম, মো. হাফিজুর রহমান, আরিফুজ্জামান সীমান্ত, শ্বাসত সাহা, এস এম শামীম, শুভ শর্মা, বি এম তাহসিন, খন্দকার আল ফাহাদ, আল মামুন, খান মো. আরাফাত রহমান, রিপু হাসান।
নবগঠিত এই কমিটির শুভেচ্ছা জানিয়ে সভাপতি ফয়সাল প্রান্ত বাবর বলেন, ‘আমাদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের এই মুহূর্তটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে আমরা আগামী এক বছরের জন্য ইউসাসের দায়িত্ব গ্রহণ করেছি। এটি আমাদের জন্য শুধু একটি দায়িত্ব নয়, বরং একসঙ্গে কাজ করার, শেখার এবং সংগঠনকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’
সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, আমাদের উপজেলা সংগঠনের নবগঠিত কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। এই দায়িত্বের মধ্যে দিয়ে আমি আমাদের সংগঠনের সব সদস্যের মঙ্গলার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সবার সহযোগিতায় একটি শক্তিশালী এবং কার্যকরী সংগঠন গড়ে তোলা। আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতা থেকে উপজেলা সংগঠন একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।
এসএআর/এআইএস