১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার (২২ জুন) উদযাপন করতে যাচ্ছে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। শনিবার সন্ধ্যা থেকেই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম ভবন ও আবাসিক হলগুলো লাল-সবুজ আলোকসজ্জায় সেজে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই এই আলোকসজ্জার সৌন্দর্য উপভোগ করতে নোবিপ্রবিতে অকেনে ভিড় জমান। ছবি তুলে সময়টাকে ধরে রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে নোবিপ্রবি প্রশাসন গ্রহণ করেছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কনসার্ট। দিবসটির সূচনা হবে ২২ জুন সকালে কেক কাটার মাধ্যমে, এরপর বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে ‘রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

জানা গেছে, ২০০৬ সালের ২২ জুন নোবিপ্রবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর আইন জাতীয় সংসদে পাস হয় ২০০১ সালের ১৫ জুলাই। ২০১৫ সাল পর্যন্ত ২২ জুন-ই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হতো। কিন্তু ২০১৬ সালে তা পরিবর্তন করে ১৫ জুলাই নির্ধারণ করা হয়, যা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক মহলে প্রতিবছরই দেখা দিত মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে ৯ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের ঐতিহ্যে ফিরে গিয়ে ২২ জুনকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এ সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ বছর দেওয়া হচ্ছে মোট ১০১টি পুরস্কার। এর মধ্যে রয়েছে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ৩টি, ডিনস অ্যাওয়ার্ড ৩১টি এবং শিক্ষকগণের জন্য গবেষণা ক্যাটাগরিতে ৬৭টি পুরস্কার। বিশেষভাবে উল্লেখযোগ্য, এ বছর প্রথমবারের মতো দেওয়া হচ্ছে ‘বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড’। এছাড়া ‘বেস্ট জুনিয়র রিসার্চার’ ও ‘বেস্ট রিসার্চার’ অ্যাওয়ার্ডের মাধ্যমে নবীন ও অভিজ্ঞ গবেষকদের অবদানকে সম্মানিত করা হচ্ছে।

২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন অনুষদের সর্বোচ্চ ফলাফলধারী একজন করে শিক্ষার্থী পাচ্ছেন ‘ডিনস অ্যাওয়ার্ড’। একই সঙ্গে পাঁচটি ক্ষেত্রে (বায়োলজিক্যাল, ব্যবসায় ও মানবিক, জেনেটিক, ফিজিক্যাল ও ইঞ্জিনিয়ারিং) শিক্ষকদের মধ্যে ‘বেস্ট রিসার্চার’, ‘বেস্ট রিসার্চ প্রোডাকটিভিটি’ ও ‘বেস্ট রিসার্চ কন্ট্রিবিউশন’ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, দীর্ঘ দিনের বিতর্কের অবসান ঘটিয়ে ২২ জুনকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে চূড়ান্ত করায় আমরা গর্বিত। এটি কেবল একটি দিবস নয়, এটি নোবিপ্রবির আত্মপরিচয়ের অংশ। বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে রোববার ও সোমবার ক্যাম্পাসে থাকবে উৎসবমুখর পরিবেশ। থাকছে ক্যাম্পাস র‌্যালি, রিসার্চ ফেয়ার, সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের কনসার্ট। তাই আরেকটু আনন্দিত করতে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ক্যাম্পাসকে।

হাসিব আল আমিন/এএমকে