সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)-এর মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ডব্লিউইউএসটি ক্যাম্পাসে এক আনুষ্ঠানিক আয়োজনে এই চুক্তি স্বাক্ষর হয়।

এসইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ডব্লিউইউএসটির পক্ষে চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক।

চুক্তি স্বাক্ষর শেষে বক্তব্যে ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, এই অংশীদারিত্ব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করবে।

ড. হাসান কারাবুক বলেন, সাউথইস্ট ইউনিভার্সিটির সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমরা আনন্দিত। বৈশ্বিক শিক্ষাগত উৎকর্ষতা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা, সম্মিলিত একাডেমিক প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে সাউথইস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এআইএস