জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে মনোনীত হয়েছেন। তারা হলেন- ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুই পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে উপাচার্য তাদের আগামী ২ বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেন। এই মনোনয়ন ২২ জুন থেকে কার্যকর হয়েছে।

 এমএল/এমএ