চাচার জানাজায় যাওয়ার পথে অপহরণের শিকার ববি শিক্ষার্থী
চাচার জানাজায় যোগ দিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদ।
সোমবার (২৩ জুন) বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার পথে মাদারিপুরে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, ওই শিক্ষার্থীর বড় চাচা মারা যাওয়ায় ভোরে ৬টায় বরিশাল থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে মাদারিপুর পর্যন্ত বাসে যান। সেখানে বাস স্ট্যান্ডে নেমে ঝিনাইদহের গাড়ি খুঁজছিলেন। এ সময়ে একটি মাইক্রোবাস ঝিনাইদহ যাচ্ছে বলে তাকে জানায়। তিনি মাইক্রোবাসে ওঠার পরে কিছুদূর গেলে অপহরণকারীরা তাকে জিম্মি করে এবং পরিবারের সঙ্গে ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা টাকা, মোবাইল ও মানিব্যাগ রেখে দূরে একটি সড়কের ওপর নামিয়ে দিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদাহ যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সঙ্গে সঙ্গে মাদারিপুর পুলিশকে কল করি। শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তার সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে বাড়ি ফিরছে। বাড়ি থেকে ফেরার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে