ঢাবির হলে নবীনদের বরণ করল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হলে হলে বরণ করে নিয়েছে ঢাবি শাখা ছাত্রদল।
বুধবার (২৫ জুন) ভর্তি কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন হলে ফুল, কলম ও চকলেট দিয়ে স্বাগত জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঢাবি ছাত্রদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভর নেতৃত্বে সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় একাত্তর হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, জগন্নাথ হল, অমর একুশে হল ও সূর্য সেন হল— এসব হলে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
বিজ্ঞাপন
শামিম আকতার শুভ বলেন, “সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠাই ছাত্রদলের অঙ্গীকার। নবীনদের সঙ্গে সৌহার্দ্য গড়ে তোলা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন হিসেবে কাজ করছে। তরুণরাই ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ গড়বে।”
এসএআর/এআইএস