নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন জবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

ফল উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যবস্থা ছিল। নারী শিক্ষার্থীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা।
জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর অংশ হিসেবে এই আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার অংশগ্রহণের জন্য আহ্বান জানাই।’

উপাচার্য বলেন, ‘এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। অন্যান্য সংগঠনেরও উচিত শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়া।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএল/এআইএস