ঢাবির শেখ মুজিব হলে সিট বরাদ্দে শিক্ষার্থীদের ৫ দফা দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অ্যালোটেড শিক্ষার্থীদের দ্রুত সিট বরাদ্দ নিশ্চিত করতে হল প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন হলের শিক্ষার্থীরা।
রোববার (২৯ জুন) মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বরাবর ৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট বণ্টন।
বিজ্ঞাপন
২. মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের সিট বাতিলের বিষয়ে তাদের আগাম অবহিত করে সিট ছাড়ার নোটিশ প্রদান।
৩. ২০২৩-২৪ ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থী প্রয়োজন থাকা সত্ত্বেও সিট পাননি, তাদের সিটের আওতায় আনা।
৪. নির্ধারিত সময়ের মধ্যে সিট আবেদন, সাক্ষাৎকার এবং বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীদের সিটে উঠার সুযোগ নিশ্চিত করা।
৫. সিট সংকটের স্থায়ী সমাধানে আবাসিক শিক্ষকদের নিয়মিত তদারকি নিশ্চিত করা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. মুসলিমুর রহমান, মুশফিক মাহির, আবিদ হাসান রাফি ও শামছুল হক। শিক্ষার্থীদের দাবি, নবাগতদের মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট বণ্টন করতে হবে এবং এ প্রক্রিয়া যেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্মারকলিপি গ্রহণ করে মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, আগামী ২ জুলাইয়ের মধ্যে সিট বরাদ্দের আবেদন আহ্বান করে সার্কুলার দেওয়া হবে। পাশাপাশি ২০ কার্যদিবসের মধ্যে ভাইভাসহ সম্পূর্ণ বরাদ্দ প্রক্রিয়া শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এসএআর/জেডএস