ঢাবির নারী শিক্ষার্থীদের হল সংকট নিরসনে এক্টের তিন দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সংকট নিরসনে তিন দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন 'একশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট)'।
রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটি ছাত্রীদের আবাসন–সংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্মারকলিপিতে বলা হয়, “ছাত্রী হলগুলোতে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন নারী শিক্ষার্থীরা। এতে তাঁদের মানসিক চাপ বাড়ছে এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হলে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।”
বিজ্ঞাপন
সংগঠনটির উত্থাপিত তিনটি দাবি হলো:
১. হলে অবস্থানরত ছাত্রীদের মা বা বোন অসুস্থতা বা জরুরি প্রয়োজনে হলে সাময়িকভাবে থাকার সুযোগ পাবেন।
২. অনাবাসিক ছাত্রীদের জন্য পরীক্ষার সময় বা জরুরি পরিস্থিতিতে (যেমন: অসুস্থতা) নির্দিষ্ট ফি দিয়ে হলে অস্থায়ীভাবে থাকার সুযোগ দিতে হবে।
৩. ছাত্রীদের নির্ধারিত পরিচয়পত্র যাচাই করে প্রতিটি ছাত্রী হলেই তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যাতে সহপাঠীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সহায়তা সহজ হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, “নারী শিক্ষার্থীরা যেন মানবিক ও স্বস্তিদায়ক পরিবেশে শিক্ষাজীবন পরিচালনা করতে পারেন, সেজন্য সময়োপযোগীভাবে হল নীতিমালা হালনাগাদ করা জরুরি।”
এসএআর/এআইএস