জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি
গণতান্ত্রিক ছাত্রসংসদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আন্দোলনকালীন নানা স্মৃতি, শহীদদের প্রতি সম্মান, আহতদের আরোগ্য কামনা, অভ্যুত্থানপন্থি আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময়সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশররেফা খাতুন বলেন, “এই মাসকে আমরা ভিন্নভাবে উদযাপন করতে চাই। আমরা চাই জুলাই অভ্যুত্থান কেবল ইতিহাসের অধ্যায় হয়ে না থেকে আমাদের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের অংশ হয়ে উঠুক। জুলাই আমাদের জীবনের শিক্ষা; এই শিক্ষাকে ধারণ করেই গণতান্ত্রিক ছাত্রসংসদের জন্ম। আজকের এই মাসব্যাপী কর্মসূচি সেই শিক্ষা ও স্পিরিটকে ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংগঠনটির সদস্যসচিব জাহিদ হাসান বলেন, “গত বছরের জুলাই মাসে আমরা দেখেছি কীভাবে এই দেশের সাধারণ মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরা মনে করি, যারা শহীদ হয়েছেন, তারা আমাদের কাঁধে দায়িত্ব দিয়ে গেছেন। সেই দায়বদ্ধতা থেকেই আমরা সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জুলাইকে স্মরণ করতে চাই।”
তিনি আরও বলেন, “জুলাই মানেই নতুন আকাঙ্ক্ষার জন্ম। অথচ দুঃখজনকভাবে এক বছর পেরিয়ে গেলেও দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে আছে।”
মাসব্যাপী কর্মসূচির তালিকা (১ জুলাই – ৩৬ জুলাই / ৫ আগস্ট) :
৪ জুলাই: আলোচনা সভা
বিষয় : সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি।
আয়োজক : গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ঢাবি সাংবাদিক সমিতি।
৭ জুলাই : সম্মাননা ও মতবিনিময়
বিষয় : অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের সম্মাননা।
৭-১৪ জুলাই : ‘স্বজনের সঙ্গে মোলাকাত’ সপ্তাহ
কার্যক্রম: শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
১৪ জুলাই : আলোচনা সভা
বিষয় : নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার।
১৫ জুলাই : উইমেন্স কার্নিভাল
১৬-১৭ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন।
১৮ জুলাই : মতবিনিময় সভা
বিষয়: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা।
১৮-২৫ জুলাই: Inter-University Cricket Tournament: July 36 Cup
২১ জুলাই : মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
২৩ জুলাই: সম্মাননা প্রদান
বিষয়: জুলাই নিয়ে কাজ করা সংগঠনসমূহকে সম্মাননা।
২৫ জুলাই : আনন্দ উৎসব
বিষয় : অভ্যুত্থানে অংশগ্রহণকারী পথশিশু, রিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে উৎসব।
২৬ জুলাই: সারাদেশব্যাপী গ্রাফিতি অঙ্কন
৩১-৩৬ জুলাই (৫ আগস্ট পর্যন্ত) : জুলাই এক্সিবিশন
স্থান : মল চত্বর, কার্জন হল ও টিএসসি চত্বর।
৩৩ জুলাই (৩ আগস্ট): ফ্ল্যাগ মুভ
৩৬ জুলাই (৫ আগস্ট): ভিক্টোরি মার্চ
এসএআর/এআইএস