ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, সেশনজটের কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়। ফলে তাদের চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ে সুযোগ এসেছে শক্ত ভূমিকা গ্রহণ করে কিছু নিয়ম তৈরি করে সেশনজট নিরসন করার। এতে ছাত্ররা উপকৃত হবে ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। সেশনজট নিরসনে ক্লাস-পরীক্ষা সময় মতো গ্রহণের প্রতি গুরুত্বারোপ করতে হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশনজট নিরসনে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় এসব কথা বলেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. আকতার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, আররি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম, বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা।

এসএসএইচ